Friday, June 5, 2015

কি আনন্দ !

ইস্ট বেঙ্গল সমর্থক রা এই লেখা পড়বেন না - রাগ ধরে যাবে | সোজা বাংলায় পিত্তি জ্বলেও যেতে পারে |

ভ্যাদভ্যাদে মোহন বাগান সমর্থকরাও দয়া করে আর এগোবেন না - লেখাটাকে আদিখ্যেতা মনে হতে পারে |

এ লেখা ঘটি-বাঙাল নির্বিশেষে সেই সব মোহনবাগানীদের জন্য যাঁরা বহুদিন দীর্ঘশ্বাস ফেলার পর এই মূহুর্তে স্বপ্নের জগতে রয়েছেন  - ভাসছেন আপ্লুত আবেগে গত রবিবারের বিস্ফোরক সাফল্যের পর | 

"ঘটি-বাঙাল" শব্দটি ব্যবহার করলাম কারণ মোহনবাগান প্রাদেশিকতার ঊর্ধে - মোহনবাগান সারা দেশকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল | সেই আদ্যিকালে - খালি পায়ে বুট পরা সাহেবদের হারিয়ে | সেই সৈনিকদের ছজন ছিলেন পূর্ববঙ্গের - পরবর্তীকালে গোষ্ঠ পাল , চুনি গোস্বামী , সুব্রত ভট্টাচার্য প্রমুখ কিংবদন্তিও জন্মসূত্রে পূর্ববঙ্গীয় | তাই মোহন বাগান কেবল পশ্চিমবঙ্গীয়দের একার নয় | 

খেলায় সাফল্য চিরস্থায়ী নয় | রবিবারের সাফল্য অচিরেই আবার হতাশায় পরিবর্তিত হতে পারে | বিশেষ করে যখন বসু - মিত্র - দত্ত নামের শয়তান গুলি এখনো বহাল তবিয়তে রাজত্ব করে চলেছে | এই সাফল্য এদের জন্য
নয় - ইংরিজিতে বললে " ইন স্পাইট অফ দেম " | এই সাফল্য কোচ সঞ্জয় সেনের জন্য ,  কোনো জাদুতে টগবগে হয়ে ওঠা হারার আগে না হারা খেলওয়ারদের জন্য  | সবার ওপরে আছে দেশে বিদেশে হাল না ছাড়া লক্ষ লক্ষ সমর্থকরা - যারা মৃন্ময় দে-র ভাষায় গত রবিবার দুবার কেঁদেছে -  ৪৪ মিনিট হতাশায় , তারপর বাঁধভাঙ্গা আনন্দে | 

বয়স হচ্ছে তো - স্মৃতিচারণ না করে থাকতে পারি না | ফিরে যাই ২০০৪ সালে | আজকের তুলনায় আন্তর্জাল তখন নেহাতই শিশু - বর্তমান আলোকগতি সে সময়ে কল্পবিজ্ঞানের আওতায় | তবে এটা ঠিক, কোথায় যেন শোনা এক ব্যান্ডের গানের কথায় " ইমেলে যুক্ত হলো হনুলুলু হলদিয়া !" তখনও গুগল-এর জন্ম হয়নি | ইয়াহু তে "মোহন বাগান " সার্চ করে খুঁজে পেলাম জনা চল্লিশের এক ইয়াহু "গ্রুপ" | বলা বাহুল্য, সঙ্গে সঙ্গেই সদস্য হয়ে গেলাম |

সে বছর আমরা শুধু হেরেই চলেছি | তার-ই মধ্যে হাঁটুর বয়সী কিছু ঝকঝকে তরুণের সঙ্গে মোহনবাগান নিয়ে আলোচনা, স্মৃতিচারণ করে চলেছি | বিদেশের , বিশেষ করে ক্যানবেরার নিস্তরঙ্গ জীবনে সেই ভার্চুয়াল আড্ডাখানাটি আমার কাছে অন্তত ছিল মরুভূমির মধ্যে একটা ওয়েসিস - ফিরে যেতাম ষাটের, সত্তরের , আশির দশকের মেঠো গল্পে | 

২০০৫ সালের অবস্থা আরও খারাপ | একেবারে অবনমনের খাদের সামনে | ততদিনে সেই ইয়াহু গোষ্ঠির কজন মিলে " গ্রিন এন্ড মেরুন " নামে একটি সংগঠন তৈরী করে ফেলেছে | আমার জানা সেটি-ই আজকের অর্থে  প্রথম " ফ্যান ক্লাব " | তখন বৈদ্যুতিক যোগাযোগ আজকের মত ছিলনা - ছিল না স্মার্ট ফোন নামক যন্ত্রটিও | তাও প্রচন্ড উদ্যমে ছেলেগুলি ক্লাব কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে গেছে | মনে আছে , রবিবারের জাতীয় চ্যাম্পিয়ন হবার জন্য না খেলে আমরা সেদিন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে অবনমন বাঁচানোর খেলা খেলছি | বলরাম চৌধুরী তখন ক্লাবের শীর্ষ কর্তা | কোচ কে ছিলেন মনে করতে পারছি না | শুনেছি খেলার আগের কদিন গ্রিন এন্ড মেরুনের কলকাতা স্থিত সদস্যরা পাড়ায় পাড়ায় আবেদন জানিয়েছে মাঠে গিয়ে ক্লাবকে সমর্থন করার জন্য |

ওরা পেরেছিল | সেদিন আমরা চার গোলে জিতেছিলাম | খেলার পরে ত্রিনাঞ্জন সেনগুপ্ত নামে একটি চাবুকের মত ছেলে আমায় সল্ট লেকের একটা পাবলিক বুথ থেকে ফোন করে জানিয়েছিল " সিধুদা - আমরা জিতেছি | " আদতে মোহনবাগানী বিখ্যাত সাহিত্যিক মতি নন্দী মশায় দেশ পত্রিকার " এই সময় " নামে ফিচারটিতে গ্রিন এন্ড মেরুনের সেই প্রয়াসের উল্লেখ করেছিলেন | লেখাটিতে মতি বাবু ( বোধহয় অনেক দু:খে ) মোহন বাগান সম্পর্কে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন | বলেছিলেন মোহনবাগান উত্তর কলকাতার অলস, উদ্যমহীন , মুমূর্ষু ঘটিদের প্রতিভূ | একমত হয়েও হতে পারিনি - কিন্তু আমি নিশ্চিত মতিবাবু বেঁচে থাকলে আজ আপ্লুত হতেন | 

সেই গ্রিন এন্ড মেরুন বেশিদিন টেঁকেনি | পুরো ব্যাপার জানিনা - খেয়োখেয়ি, নেতৃত্বের , সুষ্ঠু  সংগঠনের অভাবে অল্পদিনের মধ্যেই সাহসী  কিন্তু আপাত দিশাহীন প্রচেষ্টাটির অবলুপ্তি ঘটে | কিন্তু সেটি ছিল একটি বুদ্বুদ , একটি জলকণা, যা রূপান্তরিত হয়েছে কয়েকশ ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমে সুসংগঠিত ফ্যান ক্লাবে | যাদের কথা আজকাল প্রতিদিন-ই নানা সংবাদ মাধ্যমে বলা হয় | গত কদিনের আবেগের ঢেউ যাদের আন্তরিক প্রয়াসের ফল | 

সেই গ্রিন এন্ড মেরুনের তরুণ বিপ্লবীদের অনেকেই আজ মাঝবয়সে | তবু উদ্যম কমেনি | ফেসবুকের মাধ্যমে সেই দলের অনেকের সঙ্গেই নতুন করে যোগাযোগ হয়েছে | কলকাতায় গেলে চেষ্টা করি দেখা করার | কয়েকজন ( যেমন মিঠুন ব্যানার্জি, শিলাদিত্য মিত্র ) হারিয়ে গেছে | নতুন অনেক মোহনবাগানীদের সঙ্গেও আলাপ হয়েছে | এদের জন্য এই দূর পরবাসেও মোহনবাগানী-ই রয়ে গেছি | আছি | থাকব |

ব্যর্থ সাঁতারু

আমার তখন বছর দশেক বয়স | বাবা বাড়ির সামনের দেশবন্ধু পার্কের পুকুরে সাঁতার শিখতে নিয়ে গেছেন | ক্লাবটির নাম শ্মশানেশ্বর  - সাঁতারের ক্লাবের অমন ভয়াবহ নামকরণ কেন হয়েছিল বলতে পারব না | জলাশয়টিকে  অনেকে রাক্ষুসে পুকুর বলত - প্রতি বছরই নাকি কারোর অপমৃত্যু ঘটত সেখানে |

এর আগে দু তিন দিন জলে নেমেছি বটে - কিন্তু ভয় কাটেনি  | পাড়ের কাছে খুঁটি ধরে প্রাথমিক হাত পা ছোঁড়া শিখেছি মাত্র | সুবোধ বাবু নামে এক অতি ভদ্র মানুষ যত্ন  সহকারে  সন্তরনশিক্ষার   সঙ্গে পরিচিত করাচ্ছিলেন  | সেদিন হঠাত স্যার আশুতোষের মত গোঁফওলা একজন এসে  হাত  ধরে বললেন " আয় আমার সঙ্গে"

পুকুরের ধারে দাঁড়িয়ে  থাকা বাবার দিকে সভয়ে  তাকালাম | ওনার  মুখ দেখে মনে হলো যেন কোনো অলিম্পিকে সোনা জেতা সাঁতারু স্বেচ্ছায় আমায় শেখানোর সুযোগ দিচ্ছেন | অগত্যা ....

এর পরের কয়েকটি মিনিট  আমার জীবনের ভয়াবহ মুহূর্তগুলির অন্যতম - হলাবাবু ( ভদ্রলোকের নাম) আমায় মাঝ পুকুরে নিয়ে গিয়ে  ছেড়ে দিয়ে বললেন "যা.." | কিভাবে পাড়ে পৌঁছেছিলাম  জানিনা - কিন্তু এটা মনে আছে প্রায় কেঁদে ফেলেছিলাম - আর পুকুরের অপরিষ্কার জল বেশ কিছুটা খেয়েছিলাম | বাবা নিজে গঙ্গায় ওই পদ্ধতিতে শিখেছিলেন - আমার ব্যর্থতা  এবং কাপুরুষতা দেখে খুবই আশাহত হয়ে বাড়ি ফেরার পথে হলিউডের এক সুন্দরী নায়িকার কথা বলেছিলেন যিনি নাকি একজন কাপুরুষের  স্ত্রী হবার চাইতে কোনো বীরের বিধবা হওয়া শ্রেয় মনে করতেন |

যাইহোক আমার জীবনের অনেক ব্যর্থতার মধ্যে এটি আর একটিমাত্র | প্রসঙ্গক্রমে জানাই - সেদিন রাতেই আমার গায়ে চাকা চাকা ফুসকুড়ি বেরোলো - সঙ্গে জ্বর - নি:সন্দেহে ওই নোংরা জল পেটে যাওয়ার এবং তীব্র উদ্বেগের ফল | সপ্তাহখানেক লেগেছিল সুস্থ হতে | বলা বাহুল্য - আর কোনদিন  স্বেচ্ছায় জলে নামার প্রবৃত্তি হয়নি |

ঘটনাটি আমায় ভবিষ্যত জীবনে প্রভাবিত করেছিল | যার ফলে  যে কোনো বিদ্যার্জন সংক্রান্ত  ব্যাপারে আমি হাতুরেদের সভয়ে এড়িয়ে চলেছি - প্রয়োজনে   যথাযত পারিশ্রমিক দিয়ে পেশাদারদের  দ্বারস্থ হয়েছি |

একটা মজার ঘটনা দিয়ে লেখাটা শেষ করব | কলেজ জীবনে  একবার NSS 
ক্যাম্পে কিছু সহপাঠী জোর করে জলে নামায় | আমার এক ফেসবুক বান্ধবী অন্য এক প্রসঙ্গে সেদিন লিখেছিলেন - অধীত বিদ্যা মানুষ ভোলে না | এই ক্ষেত্রে সেই কয়েক মিনিটের সংগ্রামের অধীত "শিক্ষার" প্রয়োগ করেছিলাম  আনাড়ি হাত পা সঞ্চালন করে কয়েক গজ  সাঁতার কেটে | এক বন্ধু মন্তব্য করেছিল "তুই তো বেশ ভালই সাঁতার কাটিস - শুধু শুধু ভয় পাচ্ছিলি কেন ?" প্রশংসাবাদটি হজম করার আগেই আর এক বন্ধুর মন্তব্য " দূর ! ও চেষ্টা করেছিল - হয় নি "|